রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ে করলেন অর্ষা, তিন মাস আগেই হয়েছিল আংটি বদল 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

বিয়ে করলেন অর্ষা, তিন মাসেই হয়েছিল আংটি বদল 

মৌসুমী হামিদ, জোভানের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন অর্ষা নিজেই। 

আরও পড়ুন: সেন্সরবোর্ড মোড়লগিরিতে অভ্যস্ত: সাজ্জাদ খান


বিজ্ঞাপন


এর আগে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানান অর্ষা। আজ রোববার নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তাকে দেখা যায় অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে। মোস্তাফিজুর নুর ইমরানের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি অন্যদিকে অর্ষা কনে সাজতে জড়িয়েছেন কাঞ্চিভরম শাড়ি। সিঁথিতে চন্দ্রমল্লিকা। নিখাদ প্রকৃতিতে তারা ক্যামেরাবন্দি হয়েছেন আদুরে ভঙ্গিতে।

418250046_2914454885360251_1143560936005229562_n

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে বিবাহিত। অর্ষার ক্যাপশনই বলে দিচ্ছিল মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এরপর যোগাযোগ করলে ঢাকা মেইলকে অর্ষা বলেন, ‘তিন মাস আগে কথাবার্তা চলছিল। আমাদের এঙ্গেজমেন্টটা তখনই হয়। অনুষ্ঠানটি ঘরোয়াভাবে কয়েকদিন আগে হয়েছে।’

কয়েকদিন আগে বলতে কবে সেটি নির্দিষ্ট করে জানাতে চাননি অর্ষা। হাসতে হাসতে বলেন, ‘আমি ডেটটা বলতে চাই না। ডেটের পেছনে কেন লেগেছেন? শুভকামনা দেবেন এটাই বড় বিষয়।’


বিজ্ঞাপন


তবে কী সামনে আনুষ্ঠানিকভাবে জানাবেন এ সম্পর্কে জবাবে অর্ষা বলেন, ‘যদি আরও একটি সম্ভাবনা হয় তাহলে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাব।’

418210654_2914455068693566_1950608309598007637_n

এদিকে ছবিগুলো পোস্ট করতেই মন্তব্যের ঘরে অর্ষাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনন্দন, তোমাকে ভাবী ডাকব নাকি ইমরান ভাইকে দুলাভাই ডাকব?’ অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘আরে বাহ! দারুণ খবর! আনন্দময় হোক জীবন! উল্লাস!’ অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন, ‘অভিনন্দন! খুব খুশি হলাম।তোমাদের নতুন জীবন আনন্দে ভরে উঠুক।’

মোস্তাফিজুর নুর ইমরান একজন অভিনেতা। তার সঙ্গে পর্দায় দেখা গেছে অর্ষাকে। চলছিল প্রেমের গুঞ্জন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে হয়েছে তাকে।

আরও পড়ুন: বিয়ে করেছেন জোভান, পাত্রী কে?

মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করেছেন। আপনারা প্রেম করছেন, এমন কথাও কেউ কেউ বলছেন। এ বিষয়ে আপনার নিজের কিছু বলার আছে কি না! এমন প্রশ্নের উত্তরে গত বছরের মাঝামাঝিতে সংবাদমাধ্যমকে অর্ষা বলেছিলেন, প্রশ্নটা আমার মজার লেগেছে। আমরা একসঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি। আমি তাকে আদর্শ মানি। তার সঙ্গে কাজ করে মজাও আছে। বন্ধুত্ব আছে। এটা এ রকম নয় যে প্রেমটেম হাবিজাবি! প্রেমের ব্যাপারে আমার আসলে খিটমিটানি আছে।


এর আট মাসের মাথায় অভিনেত্রী নিজেই জানিয়ে দিলেন প্রেমের ব্যাপারে তার খিটমিটানি থাকলেও মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে ছিল হৃদয়ের ‘খিটমিটানি’। অর্থাৎ প্রণয়ের সম্পর্ক ছিল তাদের। এবার তা রূপ নিল পরিণয়ে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর