শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রাকটা আমার জন্য বেস্ট: মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

দ্বাদশ সংসদ নির্বাচনে লড়াই করতে ট্রাক প্রতীক পেয়ে খুশি ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘আমার মনে হয়েছে ট্রাকটা আমার জন্য বেস্ট।’


বিজ্ঞাপন


আরও পড়ুন

ট্রাক নিয়ে ভোটে লড়বেন মাহিয়া মাহি

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এই অভিনেত্রী বলেন, ‘পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করব। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা অব্যাহত থাকলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করব।’

এক প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘আপনি যদি কোনো একটা পাড়াগ্রামে যান, আপনাকে কিন্তু তারা চিনবে না। কিন্তু আমি যদি যাই, সেখানে আমাকে তারা চিনবে। সো, আমি তখন তাদের কাছে যাই, সেই মা-বোনেরা আমাকে জড়িয়ে ধরে, এটাই আমার এডভান্টেস।’

তিনি বলেন, ‘মানুষ আমাকে ট্রাক খাদে পড়ে যাবে বলে পচাবে। বলবে চাকা পাংচার হয়ে যাবে। তখন আমার প্রচারণা হবে।’


বিজ্ঞাপন


নির্বাচন স্বচ্ছ হবে জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমার বিশ্বাস প্রতিবারের মতো এবারের নির্বাচনও ফেয়ার হবে। প্রশাসন অনেক তৎপর, তারা সার্বক্ষণিক মাঠে আছে। আমি যখনই বলছি ওখানে আমার একটু সমস্যা হচ্ছে তারা ছুটে এসেছে।’

mahi-truck

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, আমি সেবক হতে চাই, শাসন করতে চাই না। আমার শক্তি হচ্ছে আপনারা (সাংবাদিক) আমার পাশে আছেন। আমি কাউকে ক্ষতি করার মন মানসিকতা রাখব না।

চলচ্চিত্রের জগৎ থেকে রাজনীতির মঞ্চে উঠে নৌকার মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামের মেয়ে মাহি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার মাঝি হতে চাইলেও দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে লড়ার ঘোষণা দেন।

আরও পড়ুন

টেনশনমুক্ত মাহি বললেন- ‘ইনশাআল্লাহ জিতব’

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। সেই তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’পাওয়ার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করেছিলেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান।

সোমবার প্রতীক পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মাহিয়া মাহি। নারী ও তরুণদের ব্যাপারে তিনি বলেন, ‘নারীরা যেন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। আর তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে, জজ-ব্যারিস্টার না হতে চায়। তারা যেন উদ্যোক্তা হতে পারে, তারা যাতে খেলাধূলার প্রতি মনোযোগী হয় সেসব দিক নিয়ে কাজ করব।’

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর