দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ট্রাক প্রতীক পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মাহিয়া মাহি নিজেই প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নায়িকা বলেন, ‘আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।’
বিজ্ঞাপন
মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায়। আলাদা জেলা হলেও নাচোল ও তানোরের ভৌগোলিক অবস্থান পাশাপাশি।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা পঞ্চমবারের মতো নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। মাহি নৌকার মনোনয়ন চাইলেও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দেন তিনি।
গত রোববার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের মাহি বলেছিলে, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পেয়েই প্রচারণায় নামবেন প্রার্থীরা। ৭ জানুয়ারি ভোটে লড়ার জন্য ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
এমআর