সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নেট দুনিয়ায় নগ্ন ছবি প্রকাশ করলেন বলিউড তারকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

নেট দুনিয়ায় নগ্ন ছবি প্রকাশ করলেন বলিউড তারকা 

বলিউড তারকা বিদ্যুৎ জামওয়ালের কাণ্ডে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনদের কেউ তুলেছেন গেল গেল রব। আবার কেউ আসছেন তেড়ে। কেউ কেউ নিচ্ছেন মজা। এর একমাত্র কারণ জামওয়ালের বিবস্ত্র শরীর। নেট দুনিয়ায় নিজের নগ্ন ছবি প্রকাশ করেছেন তিনি।

আজ ১০ ডিসেম্বর সকালে নিজের এক্স অ্যাকাউন্টে বিদ্যুৎ জামওয়াল তিনটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে জঙ্গলের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে। টোন্ড বডির প্রায় প্রতিটা অংশই দৃশ্যমান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তৃপ্তি

বিদ্যুৎ যে তিনটি ছবি পোস্ট করেছেন তার একটিতে তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে গোসল করছেন। আর প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।

ক্যাপশনে জামওয়াল লিখেছেন, ফিরে গেলাম হিমালয়ের কোলে, স্রষ্টার বাসস্থান। আমি এই কাজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। আমি বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা গিয়ে এখানে কাটিয়ে আসি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘অ্যানিমেল’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল

আরও লিখেছেন, বিলাসবহুল জীবন থেকে জঙ্গলে আসলে আমি আমার একাকিত্বকে উপভোগ করি। বুঝি আমি কে, আর আমি কে নই। প্রকৃতির এই বিলাসবহুল জায়গায় নিজেকে খুঁজে পাই আমি। আমি আমার কমফোর্ট জোনের বাইরেই সব থেকে ভালো থাকি।

এদিকে জামওয়ালের এই রূপ দেখে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, তুমি একা গেছ তো তোমার ছবি কে তুলছে? কেউ আবার লেখেন, উলঙ্গ হওয়ার দরকার কী ছিল? তবে সেসব কথায় কর্ণপাত করেননি জামওয়াল।

জামওয়াল বলিউডের অ্যাকশন হিরো। ছবিতে চোখের নিমেষে জটিল অ্যাকশন স্টান্ট করে ফেলেন তিনি। পাশাপাশি ফিটনেস আইকন হিসেবেও পরিচিতি আছে তার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর