রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘অ্যানিমেল’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

‘অ্যানিমেল’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল  

মুক্তির পর থেকে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ‘অ্যানিমেল’ । এরইমধ্যে পেছনে ফেলেছে একাধিক ছবিকে। ভেঙেছে একের পর এক রেকর্ড। তবুও সকল শ্রেণির মন পাচ্ছে না ছবিটি। একটি অংশ অভিযোগ এনেছে, রক্তারক্তি আর হিংস্রতা রয়েছে এতে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবির অভিনেতা ববি দেওল।

ভারতীয় সংবাদমাধ্যমকে ববি বলেন, আমি একজন অভিনেতা। ছবির গল্পের জন্য যা ডিমান্ড করেছে, তাই করেছি। আমি হিংস্রতা বা কর্কশ পৌরুষকে প্রচার করছি না। তবে এটা বলতে পারি, একটু ভেবে দেখুন, ছবিতে যা দেখানো হয়েছে, সেরকম মানুষ কি সমাজে নেই!


বিজ্ঞাপন


আরও পড়ুন: সন্দীপ্তা-সৌম্য বিয়ে করলেন

বলিউড থেকে ছিটকে গিয়েছিলেন ববি। ওই সময়টায় ডুবেছিলেন হতাশায়। ‘অ্যানিমেল’ দিয়ে লিখেছেন ফেরার গল্প। সফল হয়েছেন তিনি। পর্দায় অল্প সময় পেলেও অভিনয়ে রাম টক্কর দিয়েছেন রণবীর কাপুরের সঙ্গে।

আরও পড়ুন: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নওশীন মাসুদ মারা গেছেন

ছবিটি এগিয়েছে বাবা-সন্তানের সম্পর্কের গল্পকে উপজীব্য করে। রণবীর কাপুর ছিলেন প্রধান আকর্ষণ। অভিনয় দিয়ে দর্শকের মন জয়ের ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করেছেন তিনি। পর্দায় তাকে সঙ্গ দিয়েছেন রাশমিকা মান্দানা। রণবীরের বাবার চরিত্রে দেখা গেছে অনিল কাপুরকে।


বিজ্ঞাপন


২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর