নানা শামসুল হক গাজীকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি পরীমণি। কুলখানি সম্পন্ন করে ঢাকায় ফেরার সময় বয়ে এনেছেন সেই শোক। সামাজিক মাধ্যমে স্পষ্ট হয়েছে তা।
নিজের ফেসবুকে নানাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। সেখানে লিখেছেন, এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলত কত করে! থাকা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পরীমণির নানাভাই আর নেই
এরপর লেখেন, আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।
আরও পড়ুন: পরীমণির জন্মদিন যে কারণে উৎসবহীন
পরীর ছেলে রাজ্য সবে চিনতে শুরু করেছিল শামসুল হক গাজীকে। আধো বোলে ডাকত ‘বড় আব্বু’ বলে। এমনটা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড়আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বলল ‘আব্বুটা বাই আব্বুটা বাই’!
বিজ্ঞাপন
সব শেষে পরীমণি তার নানার জন্য সবার কাছে দোয়া কামনা করে লেখেন, দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সঙ্গে থাকুক।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পরীমণির নানা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

