পরীমণির জন্মদিন অনেকটা বার্ষিক উৎসবে পরিণত হয়েছিল। দিন দশেক আগে থেকেই সাজ সাজ রব পড়ে যেত। অনুরাগীরা মুখিয়ে থাকতেন প্রিয় তারকাকে বিশেষ রূপে দেখতে। পরীও একেক জন্মদিনে একেক জন্মদিনে একেক চমক নিয়ে হাজির হতেন।
তবে এবারের চিত্রটি আলাদা। আজ ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন এলেও উৎসবের কোনো আমেজ নেই। এ নায়িকাও নিজেকে বেঁধে রেখেছেন সাদামাটার খোলসে। জানিয়েছেন, কোনো উৎসব হবে না।
বিজ্ঞাপন
এতে বিভিন্ন প্রশ্ন উঠেছে অনুসারীদের মনে। কয়েকদিন আগে রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। তবে কি সেই কারণে বিশেষ দিনে হাজার আলোর ঝলকানি দেখা যাবে না? নাকি অন্য কোনো কারণ? বিষয়টি খোলাসা করলেন পরীমণি।
সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘প্রতিবার সবার সামনে আমি আমার নানু হাত ধরে কেকটা কেটেছি। এবার নানু হাসপাতালে। ছোট্ট একটা অপারেশন হয়েছে। এক সপ্তাহ ধরে তিনি সেখানে। আমার মনে হয় না দুই-একদিনের মধ্যে তিনি অনুষ্ঠানে যাওয়া মতো অবস্থায় থাকবেন। তাই এবার সেভাবে জন্মদিনটা করতে চাইছি না।’
বিজ্ঞাপন
তবে একেবারে নিরাশ করেননি নায়িকা। জনিয়েছেন নির্ধারিত দিনে হচ্ছে না বলে আয়োজন যে হবে না তা নয়। অনুষ্ঠান তিনি করবেন। তবে সেটা একটু দেরিতে হতে পারে।
বর্তমানে পরীমণি ব্যস্ত আছেন শুটিং নিয়ে। মাতৃত্বকালীন বিরতি শেষে মাঠে নেমেছেন একগুচ্ছ ছবি নিয়ে। এই ফেরা-কে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করেছেন তিনি।