পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনেত্রীকে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে। তাদের একজন দর্শনা বণিক। কিং খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তিনি।
নতুন খবর হলো, শাকিবের এই কলকাতার নায়িকা বিয়ের পিঁড়িতে বসছেন। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন দর্শনা। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ব্যবসায় ব্যস্ত প্রযোজক, তাই মুক্তি পাচ্ছে না ‘অন্তরাত্মা’
সৌরভ ও দর্শনার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস আগেই শোনা গিয়েছিল। সম্প্রতি তারা যে আরও ঘনিষ্ঠ হয়েছেন, সে খবরও হাওয়ায় ভাসছিল। কিন্তু তাদের হঠাৎ বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকে গেছেন অনেকে। কারণ এর আগে কোনও দিনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা।

বিজ্ঞাপন
‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ ওটিটির ব্যস্ত অভিনেতা। বেশকিছু জনপ্রিয় সিরিজ়ে তিনি অভিনয় করছেন। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ় ‘অন্তরমহল’। অন্য দিকে, দর্শনা টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণের বেশ কিছু ছবি করে ফেলেছেন। সিরিজ় থেকে সিনেমা— তার কাজের সংখ্যাও কম নয়।
আরও পড়ুন: কীভাবে ট্রলকারীদের সামলাবেন— জানালেন রাশমিকা
বাংলাদেশে দর্শনার যাত্রা শুরু হয়েছিল শাকিবের সঙ্গে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২১-এর মার্চে পাবনায় শুরু হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবির প্রযোজক সোহানি হোসেন। তবে সিনেমাটির এখন পর্যন্ত গতি হয়নি। ঝুলে আছে মুক্তির অপেক্ষায়।

