রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যবসায় ব্যস্ত প্রযোজক, তাই মুক্তি পাচ্ছে না ‘অন্তরাত্মা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

ব্যবসায় ব্যস্ত প্রযোজক, তাই মুক্তি পাচ্ছে না ‘অন্তরাত্মা’

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেল বছর মার্চে পাবনায় শুরু হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। এতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবির প্রযোজক সোহানি হোসেন।

চলতি বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন প্রযোজক। কয়েকমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মুক্তির নতুন কোনো তারিখ দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


ছবির পরিচালকও জানেন না কোনো তথ্য। ওয়াজেদ আলী সুমন বলেন, “ছবিটা কবে মুক্তি পাবে— এটা আমি জানি না। প্রযোজকের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই ‘অত্মরাত্মা’র মুক্তি নিয়ে কিছু বলতে পারছি না। তা ছাড়া প্রযোজক ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন তাই কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।”

Shakib Khan SOhani
প্রযোজক সোহানি হোসেন ও শাকিব খান । ছবি: সংগৃহীত

এদিকে ছবির মুক্তির তারিখ জানতে ফোনে কয়েকবার প্রযোজক সোহানি হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

সোহানি হোসেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২০২১ সালের মাঝামাঝিতে ইউনিভার্সাল গ্রুপের ২৭০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ১২টি মামলা করেন তৎকালীন রাজশাহী বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক কর্মকর্তা। জানা গেছে, এই জটিলতার কারণেই আটকে আছে ‘অত্মরাত্মা’র মুক্তি।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর