শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কীভাবে ট্রলকারীদের সামলাবেন— জানালেন রাশমিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

কীভাবে ট্রলকারীদের সামলাবেন— জানালেন রাশমিকা 

বলিউড ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দেশটির জাতীয় ক্রাশ বলা হয় তাকে। অসংখ্য অনুরাগী তার। নিন্দুকের সংখ্যাও কম না। ফলে মাঝে মাঝেই ট্রলের শিকার হতে হয়। কীভাবে ট্রলকারীদের সামলান অভিনেত্রী? প্রশ্নটি অনেকের। এবার বিষয়টি মুখ খুললেন রাশমিকা। জানালেন, চারটি উপায়ে ট্রলকারীদের সামলানো সম্ভব।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘সত্যি বলতে, ট্রলকারীদের সামলানোর তিন-চারটি আলাদা কৌশল আছে। প্রথমত, আপনি তাদের মন্তব্য মোটেও দেখবেন না। দ্বিতীয় উপায় হলো, তাদের পাত্তা না দেওয়া। তৃতীয় কৌশল, হেসে এগিয়ে যাওয়া। চতুর্থ উপায় হলো, কান্নাকাটি করা।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত

এরপর তিনি বলেন, ‘এটা বুঝতে হবে যে তাদের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই। তারা যা ইচ্ছা তা-ই বলবেন। কখনো তাদের কারণে আপনি এক অন্য দুনিয়ায় চলে যাবেন। কখনো আবার তাদের মন্তব্য আপনাকে মানসিকভাবে প্রভাবিত করবে। কিন্তু আপনাকে কিছুতেই প্রভাবিত হওয়া যাবে না। কারণ, আপনার নিজের একটা জীবন আছে। তাঁদের কথা ধরে বসে থাকলে আপনার চলবে না।’

আরও পড়ুন: প্রকাশ্যে ‘ডানকি’র গান, মুগ্ধ অনুরাগীরা 

মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকা অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। এতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে তা। রাশমিকা রণবীর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর