ফারজান আরশির সঙ্গে বিয়ের খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। প্রকাশ করেছিলেন তাদের অন্তরঙ্গ ছবি। মুহূর্তেই ভাইরাল হয় সেসব। এ ঘটনার পর সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের কথা অস্বীকার করে আরশি জানান নোবেল তাকে তুলে এনেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আরশির স্বামী নাদিম আহমেদ।
বিজ্ঞাপন
গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন নাদিম। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি আরশিকে অনেক ভালোবাসি। এতগুলো বছর কেটে গেছে আমি কখনও কল্পনাও করতে পারিনি আমার বউ এমন করবে। সবকিছুই খুবই ভালো যাচ্ছিল। সে আমাকে নিয়ে মাই ডে দিচ্ছে, পোস্ট দিচ্ছে। অথচ আমি তার স্বামী হিসেবে বুঝতেই পারিনি। হঠাৎ করে নোবেলের প্রোফাইলে এমনটা দেখে আমি হতবাক হই। আমার বউকে ডিভোর্সও দেইনি। নোবেলের প্রোফাইলে গট মেরিড দেখে আমি অবাক হয়েছি। আমার তো কোনো ভুল ছিল না। আমি শেষ পর্যন্ত চেষ্টাটা করেছি। তাকে ফেরাতে পারিনি।
আরও পড়ুন: বিয়ে হয়নি, নোবেল আমাকে নেশা করিয়ে ছবি তুলেছে: আরশি
এরপর কাঁদতে কাঁদতে নাদিম বলেন, আমার একটাই প্রশ্ন, আপনারা একটু বলেন তো আমি কী করব? আপনারা অনেকেই অনেক কিছু লিখছেন, আজকে যদি আপনার ভাইয়ের সঙ্গে এরকম হতো, আপনার ভাইকে আপনি কি সাজেশন দিতেন বা আপনার সঙ্গে যদি এটা হতো আপনি কী করতেন? আমি আপনাদের কাছেই শুনতে চাই, আপনারা যেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই ডিসিশনই নেব। এবং হ্যাঁ, যেটাই কমেন্ট বক্সে জানান, আমার এই সম্পর্কটা এখানেই শেষ।
বিজ্ঞাপন
এদিকে আরশির সঙ্গে নোবেলের বিয়ের খবর চাউর হওয়ার পর তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছিলেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।
আগেও একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নোবেল। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। সবশেষ ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। কিন্তু মাদক ত্যাগ না করায় মাস ছয়েক আগে তাকে ডিভোর্স দেন সালসাবিল।

