অভিনেতা থেকে অনেকেই নেতা হয়েছেন। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হতে দৌড়ঝাপ শুরু করেছেন তারকাদের অনেকে। তাদের একজন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিল খান।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে নৌকার টিকিটে নির্বাচন করতে চান তিনি। এরইমধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তবে তারকাদের অনেকে সবাইকে জানিয়ে মনোনয়ন পত্র জমা দিলেও শাকিল খান দিয়েছেন গোপনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তানজিন তিশা কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন?
কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমকে শাকিল খান বলেন, ‘মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই। তাদের ভালোবাসা নিয়ে চুপিচুপি মনোনয়ন জমা দিলাম। কারণ, মনোনয়ন জমা দেওয়া এই স্থানে শুধু শুধু ভিড় করে বাড়তি লোক এনে শৃঙ্খলা বিনষ্ট করতে চাইনি আমি।’
আরও পড়ুন: ডিগবাজি দিয়ে যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব: জায়েদ
এরপর তিনি বলেন, ‘এখানে অনেকেই আসছেন, সবাইকে সুযোগ করে দেওয়া দরকার। যে কারণে আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলে অল্প কিছু মানুষকে সঙ্গে নিয়ে এসে মনোনয়ন জমা দিলাম। চুপিচুপি এসে কাজগুলো করলে সবার জন্য সহজ হয়। এ জন্য আমি কিন্তু আলাদা করেও মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনো প্রচার করিনি। তবে আমি আগের মতোই আমার আমাদের নির্বাচনীয় এলাকায় সরব রয়েছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: তিশার জন্য সাংবাদিকরা অনেক করেছেন: নাসিম
‘আমার ঘর আমার বেহেশত’ খ্যাত তারকা বলেন, গত ১৯ বছর ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এখন আমি একটি জিনিসই প্রত্যাশা করি, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবেন এবং যার নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।
এদিকে শাকিল খান ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হতে ইচ্ছুক বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। মনোনয়ন পত্র জমা দিয়েছেন রুবেল, মাহিয়া মাহি, রুবেল, সিদ্দিকুর রহমান প্রমুখ।

