মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাড়পত্র পেয়েছে মিমের টলিউড সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

ছাড়পত্র পেয়েছে মিমের টলিউড সিনেমা

গত বছরের ডিসেম্বরে খবর এসেছিল বিদ্যা সিনহা মিম ফের জুটি বাঁধছেন টলিউড সুপারস্টার জিতের সঙ্গে। ‘মানুষ’ নামের একটি সিনেমায় পর্দা ভাগ করছেন তারা। নতুন খবর হলো, ভারতীয় সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেয়েছে ছবিটি। ফলে প্রেক্ষাগৃহে প্রদর্শনে কোনো বাধা নেই।

সামাজিক মাধ্যমে বিষয়টি এ খবর দিয়েছেন ছবিটির নির্মাতা সঞ্জয় সমদ্দার। গতকাল বুধবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আজ একজন নির্মাতা হিসেবে ভীষণ আনন্দের দিন । আমার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সুপারস্টার জিৎ অভিনীত ‘মানুষ’ আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে।’’


বিজ্ঞাপন


 

 আরও পড়ুন: প্রকাশ্যে মিম-জিতের ‘মানুষ’ -এর ফার্স্টলুক

 

এরপর তিনি লেখেন, ‘টিভিসি, ওভিসি ,শর্টফিল্ম , নাটক , টেলিফিল্ম ,মিউজিক্যাল ফিল্ম,  ওয়েব ফিল্ম , ওয়েব সিরিজ , টেলিভিশন ফিচার ফিল্ম ইত্যাদি নির্মাণ করে অবশেষে  ফিচার ফিল্ম মানুষ । ভিজ্যুয়াল ফিকশনের প্রায় সব ফরম্যাটে কাজ করে এই অবধি পৌঁছানোর পথে আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা যেনো বাড়তে থাকে সেই প্রার্থনা।’


বিজ্ঞাপন


মিম এর আগে ছবিটি নিয়ে বলেছিলেন, ‘অসাধারণ মেধাবী একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। নির্মাতা সঞ্জয় দা’র সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি তার জানপ্রাণ ঢেলে দিচ্ছেন এই ছবিতে। আমি বিশ্বাস করি, ছবিটি বিশাল হিট হবে।’

 

 

জিৎ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।

‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। গত মাসে ফার্স্টলুক প্রকাশ করে জানানো হয়েছে ছবিটির মুক্তি আগামী ২৪ নভেম্বর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর