গত বছরের ডিসেম্বরে খবর এসেছিল বিদ্যা সিনহা মিম ফের জুটি বাঁধছেন টলিউড সুপারস্টার জিতের সঙ্গে। ‘মানুষ’ নামের একটি সিনেমায় পর্দা ভাগ করছেন তারা। নতুন খবর হলো, প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্টলুক।
আজ মঙ্গলবার জিতের ফেসবুক থেকে প্রকাশ পেয়েছে ফার্স্টলুক। সেখানে দেখা গেছে, চোখে মুখে ক্ষিপ্রতা নিয়ে অস্ত্র তাক করে আছেন জিৎ। তবে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা কোনো প্রতিশোধের গল্প নয়।’ সেইসঙ্গে জানানো হয়েছে, মুক্তি আগামী ২৪ নভেম্বর।
বিজ্ঞাপন
ছবিটি নিয়ে এর আগে মিম বলেছিলেন, ‘অসাধারণ মেধাবী একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। নির্মাতা সঞ্জয় দা’র সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি তার জানপ্রাণ ঢেলে দিচ্ছেন এই ছবিতে। আমি বিশ্বাস করি, ছবিটি বিশাল হিট হবে।’
জিৎ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’
‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।

