রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিমাচলের বন্যা কবলিতদের পাশে আমির খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

হিমাচলের বন্যা কবলিতদের পাশে আমির খান 

ভারতের হিমাচল প্রদেশের বন্যা কবলিতদের দুর্দশার এখনও অবসান ঘটেনি। চলতি বছর টানা বর্ষণে এলোমেলো হয়ে গেছে সাজানো শহরটি। আশ্রয়হীন হয়ে পথে বসেছে অসংখ্য পরিবার। 

এবার তাদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান। ক্ষতিগ্রস্তদের মোটা অংকের অর্থ সাহায্য করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সাই পল্লবী

হিমাচলের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার থেকে তৈরি হয়েছে ‘অপড়া রহত কোষ’। সেই কোষে ২৫ লক্ষ রুপি দান করেছেন আমির। নায়কের এই কাজে খুবই খুশি সকলে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু বার বার ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।

আরও পড়ুন: কেমন হবে রাঘব-পরিণীতির দাম্পত্য জীবন— জানালেন জ্যোতিষী

তিনি লেখেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ত্রাণ দিয়ে সাহায্য করায় ধন্যবাদ।” পরিবারগুলিকে যথাথ সাহায্যও করা হবে। এই প্রথম নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে বারবার পাশে এসে দাঁড়িয়েছেন বলিপাড়ার অনেক তারকাই। একবার অভিনেতা অক্ষয় কুমারও এমন এক প্রাকৃতিক দুর্যোগে লাখ রুপি দান করেছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর