রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেমন হবে রাঘব-পরিণীতির দাম্পত্য জীবন— জানালেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

কেমন হবে রাঘব-পরিণীতির দাম্পত্য জীবন— জানালেন জ্যোতিষী

বলিউড এই মুহূর্তে ভাসছে পরিণীতি চোপড়ার বিয়ের আনন্দে। বিনোদন অঙ্গন ছাড়াও ভারতের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকছেন এ বিয়েতে। আজ শনিবার কড়া নিরাপত্তার মধ্য়ে উদয়পুরে হয়ে গেল রাঘব-পরিণীতির গায়ে হলুদের অনুষ্ঠান। আগামীকাল রোববার চার হাত এক হবে তাদের। এরইমধ্যে জানা গেল দাম্পত্যজীবন কেমন হবে রাঘব-পরিণীতির।

রাঘব ও পরিণীতির রাশিচক্র ঘেঁটে দেখেছেন খ্যাতনামা জ্যোতিষী জগন্নাথ গুরুজি। রাঘবের রাশি বৃশ্চিক। পরিণীতি তুলা। জ্য়োতিষ শাস্ত্রমতে, এই জুটি খুবই ভালো সুখী দাম্পত্য়ের ক্ষেত্রে। কারণ বৃশ্চিক ও তুলা দুজনেই সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা পছন্দ করেন। এরা সম্পর্ককে শুধু আবেগ দিয়ে নয়। বরং বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলে। তাই রাঘব ও পরিণীতির বৈবাহিক জীবন দীর্ঘ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।


বিজ্ঞাপন


সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাঘব-পরিণীতির বিয়েতে রাখা হয়েছে ১০০ জন স্পেশাল নিরাপত্তারক্ষী। যাদের কড়া নজরদারি থাকবে বিয়ের প্রত্য়েকটি অনুষ্ঠানে। তারা খেয়াল রাখবেন, বিয়েতে আগত কোনও ব্য়ক্তিই যেন ফোনে ছবি তুলতে না পারেন। মোবাইল ফোনে লাগানো হবে বিশেষ ধরনের নীল টেপ। এই টেপের বিশেষত্ব হচ্ছে, এক বার এটি ফোনের ক্যামেরায় লাগানোর পর সেটি খুলে ফেললে টেপে একটি তীরচিহ্ন দেখতে পাওয়া যাবে।

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ-কাণ্ড থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরাঁয় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর