রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সাই পল্লবী

দক্ষিণি তারকা সাই পল্লবী চুপিসারে বিয়ে করেছেন তার নতুন ছবির পরিচালক রাজকুমার পেরিয়াসামিকে। সম্প্রতি গুঞ্জনটি ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে তাদের একটি ছবিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মালা গলায় হাসিমুখে সাই পল্লবী ও রাজকুমার। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।

সাই পল্লবী বেশ ক্ষুব্ধ। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘সত্যি বলতে এসব গুঞ্জনে আমার যায় আসে না। আমার সঙ্গে আমার পরিবার বন্ধুবান্ধব আছে। একটা পূজার ছবি কাঁটছাঁট করে ছড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ আর হয় না। আমি যখন আমার কাজের কথা ঘোষণা করেছি। বাকি এই ধরনের জিনিসে মন্তব্য করতেই চাই না। এটা একটা জঘন্য রুচির পরিচয়।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: বোনের মেয়েকে নায়িকা বানাচ্ছেন সালমান

আরও পড়ুন: ‘জাওয়ান’ নিয়ে নয়নতারার ক্ষোভ, মুখ খুললেন শাহরুখ

‘এসকে-২১’ তার আগামী ছবি। মহরতের দিন তোলা তার ও পরিচালক রাজকুমারের গলায় মালা পড়া ছবি কাঁটছাঁট করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমের পাতায়। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন। তার অনুরাগীদের একাংশ মনে করেছিলেন, গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী। বাধ্য হয়েই বিষয়টি পরিষ্কার করলেন সাই।

গুঞ্জনটি শুরু হয়েছিল সাই পল্লবীর জন্মদিনে। প্রযোজক রাজকুমার তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। ছবির মহরতের দিন তোলা ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সাই পল্লবী।’সেসময় নিন্দুকেরা ওই ছবিগুলো পুঁজি করেই শুরু করে অপপ্রচার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর