বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

২৩০০ শিক্ষার্থীকে নিয়ে আস-সুন্নাহর নাসীহা প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

২৩০০ শিক্ষার্থীকে নিয়ে আস-সুন্নাহর নাসীহা প্রোগ্রাম

এ বছর যারা এসএসসি ও দাখিল পরীক্ষা সম্পন্ন করেছে এমন দুই হাজার ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘নাসীহা প্রোগ্রাম-২০২২’ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ১০০ শিক্ষার্থী সরাসরি এবং অবশিষ্টরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়।

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ নাসীহা (উপদেশ) পেশ করেন এবং সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: একটি করে ইসলামি বই কেনার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

অনুষ্ঠানে দীনি দৃষ্টিকোণে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও ধানমণ্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতী সাইফুল ইসলাম।

assunnah2

আত্মমূল্যায়ন ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মান নির্ণয় সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক জুনায়েদ মুনির।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘গোপন একটি নেক আমলের তৃপ্তি লাখো লাইক-কমেন্টেও পাবেন না’

অনুষ্ঠান শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে জীবন গঠনমূলক বই তুলে দেওয়া হয়।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর