শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বছরজুড়ে বিভিন্ন দাবিতে দফা নিয়ে সরব ছিল ইবি ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:২৪ এএম

শেয়ার করুন:

EB
বছরজুড়ে বিভিন্ন দাবিতে দফা নিয়ে সরব ছিল ইবি ছাত্রদল। ছবি: সংগৃহীত

২০২৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় উপস্থিতি বজায় রেখে সামাজিক কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার-সংশ্লিষ্ট দাবি এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে। বছরজুড়ে সংগঠনটির নানা উদ্যোগ বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।

বছরজুড়ে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনটি একাধিক উদ্যোগ গ্রহণ করে। সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবি, পরীক্ষা ফি পরিশোধে সহায়তা, চিকিৎসা সহায়তা এবং জরুরি আর্থিক সহযোগিতার বিভিন্ন ঘটনায় ছাত্রসমাজে ইতিবাচক সাড়া পাওয়া যায়। একই সঙ্গে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতেও ইবি ছাত্রদল ছিল সরব। শিক্ষক নিয়োগ বোর্ডে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে সংগঠনটি একাধিকবার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। পাশাপাশি উপাচার্যের (ভিসি) বরাবর সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের প্রশাসনিক সেবা সহজীকরণ, ডিজিটাল কার্যক্রম জোরদার এবং ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। এ ছাড়া ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডও পরিচালিত হয়।

রমজান মাসে ছাত্রদল সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেয়। মার্চ মাসে ক্যাম্পাসে বৃহৎ পরিসরে গণইফতার ও কোরআন তেলাওয়াত মাহফিলের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

বছরের শুরুতেই ইবি ছাত্রদলের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সময়মতো পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।


বিজ্ঞাপন


এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘আমাদের প্রতিটি কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা। ক্যাম্পাসে অনিয়ম, বৈষম্য ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে ছাত্রদল আগেও সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘বছরের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংবেদনশীল ঘটনাতেও সংগঠনটি দায়িত্বশীল অবস্থান নিয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের তৎপরতার বিরুদ্ধেও ছাত্রদল সক্রিয় ছিল।’

ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত রাখতে ছাত্রদল আপসহীন। ক্যাম্পাসে কোনো নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের চেষ্টা হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

সার্বিকভাবে, ২০২৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সামাজিক উদ্যোগ, শিক্ষার্থীদের সহায়তা এবং প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীবান্ধব প্রতিটি কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর