চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট আবেদনকারীদের মধ্যে সাড়ে ৯০ শতাংশের বেশি ভর্তিচ্ছু পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন সাড়ে ৯ শতাংশ।
‘এ’ ইউনিটের ৮৭ হাজার ৬৯৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী, যা শতকরা ৯০ দশমিক ৫৪ শতাংশ। আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবির জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া।
বিজ্ঞাপন
এদিন সকাল ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২টা ১৫ মিনিটে। গত বছরের মতো এবারও একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজসমূহ) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রভিত্তিক উপস্থিতির হার অনুযায়ী— ঢাকা অঞ্চলে ৫৫ হাজার ৫৫০ জন চূড়ান্ত আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৯ হাজার ৮১১ জন (৮৯.৬৬ শতাংশ)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৩৪৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ৫৬ জন (৯৩.৩৩ শতাংশ)। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৭৯৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৫৩১ জন (৯০.১০ শতাংশ)।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আগামীকাল ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, এবার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ব্যতীত) ৬৯০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৭ জন শিক্ষার্থী। এই ইউনিটে ঢাকা কেন্দ্রে ৩৩ হাজার ৪০৬ জন, চট্টগ্রাম কেন্দ্রে ২১ হাজার ৫৭৪ জন এবং রাজশাহী কেন্দ্রে ১৪ হাজার ৩০৭ জন পরীক্ষায় অংশ নেবেন।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ছয়টি বিভাগে মোট ৫১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৬ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। এরমধ্যে চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষার্থী ১০ হাজার ৫৩৪ জন, ঢাকা কেন্দ্রে ৫ হাজার ৩১৫ জন এবং রাজশাহী কেন্দ্রে ১ হাজার ৭৬ জন।

সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা ও জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটে ৮৪৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে ঢাকা কেন্দ্রে ২৩ হাজার ৩৭১ জন, চট্টগ্রাম কেন্দ্রে ২০ হাজার ৫৪৩ জন এবং রাজশাহী কেন্দ্রে ৭ হাজার ৫৯২ জন পরীক্ষায় অংশ নেবেন।
উপ-ইউনিটগুলোর মধ্যে ‘ডি-১’ উপ-ইউনিটে (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন। ‘বি-১’ উপ-ইউনিটে (নাট্যকলা, সংগীত ও চারুকলা) ১৩৫টি আসনের জন্য আবেদন করেছেন ১ হাজার ৬৪৫ জন। আর ‘বি-২’ উপ-ইউনিটে (আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি) ২৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪ হাজার ৮৪৯টি।
প্রতিনিধি/এসএস

