শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুর নতুন নেতৃত্বে প্রাণবন্ত ঢাবি, কাজে ব্যস্ত নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

DUCSU
বিভিন্ন কর্মসূচিতে নবনির্বাচিত ডাকসু নেতারা। ছবি: সংগৃহীত

ইতিবাচক কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের নজর কাড়তে শুরু করেছেন নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। তাদের কর্মতৎপরতায় প্রাণবন্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। নানা কর্মসূচি দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাকসু নেতারা। 

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় পরদিন ভোরে। এই নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয় লাভ করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।  


বিজ্ঞাপন



বিজ্ঞাপন


ফলাফল ঘোষণার পরদিন ১১ সেপ্টেম্বর কার্যক্রমের শুরুতে ডাকসুর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা রাজধানীর রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন। এই অঞ্চলের মুক্তি-সংগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রপথিক নবাব সলিমুল্লাহর কবর জেয়ারতও করেন তারা।  

Screenshot_20250911-153917-e1757583741682
রাজধানীর রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা

 

 

পরবর্তীতে নেতারা ডাকসুর আরেক সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গেও হাসপাতালে সাক্ষাৎ করেন এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন। একই দিন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদের নেতৃত্বে ডাকসুর প্রতিনিধিদল ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাহমুদুর রহমান মান্না। তাঁর কাছে দোয়া ও পরামর্শ চান ডাকসু নেতারা। 
 

ducsu_manna
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসু নেতারা

 

Nur_20250911_185445500
সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গেও হাসপাতালে সাক্ষাৎ করেন এবং তার সুস্থতা কামনা করে দোয়া করেন ডাকসু নেতারা

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্তেকাল করা চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের সঙ্গে ১২ সেপ্টেম্বর দেখা করেছেন নবনির্বাচিত ডাকসু নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও। এসময় ছাত্রশিবিরের পক্ষ থেকে পরিবারকে নগদ দুই লাখ টাকা দেওয়া হয় এবং তার সন্তানদের শিক্ষাজীবনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।  

daksu-1757702169
ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে ইন্তেকাল করা সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের সঙ্গে দেখা করেছেন ডাকসু নেতারা

ডাকসু কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা হয় ১৪ সেপ্টেম্বর। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা উপস্থিত ছিলেন। সভায় ঐক্যমত্যের ভিত্তিতে সিনেটে ডাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি মনোনীত করা হয়েছে। এবার ডাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের প্রস্তাবের ভিত্তিতে সিনেটের প্রতিনিধি মনোনয়ন করা হয়। 

এদিকে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর অসুস্থতা কিংবা যেকোনো সংকটের খবর পেলে ছুটে যাচ্ছেন ডাকসু নেতারা। গত ১১ সেপ্টেম্বর ঢাবির মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সাখাওয়াত সরকার (আইন, ২৩-২৪) রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান। তাকে দেখতে হাসপাতালে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।

এছাড়া গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থী নাফিস খন্দকার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জানাজায় অংশ নেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। একই দিন প্রক্টরিয়াল বডির সঙ্গে ডাকসু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, শব্দদূষণ, বহিরাগত নিয়ন্ত্রণসহ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আলোচনা হয়।  

image
মহসিন হলে নতুন খাট ব্যবস্থাপনায় তৎপরতা

ঢাবির ১৭টি বাস রুটের জন্য ছাত্রছাত্রীদের বহুল প্রত্যাশিত লাইভ ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয় গত বুধবার (১৭ সেপ্টেম্বর)। এদিন বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। 

সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএস উপস্থিত ছিলেন। ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের ব্যাপারে পরামর্শ নেন। এছাড়াও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, শাটল সার্ভিস চালু, রিকশা ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 
 
ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর