মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজ ক্যাম্পাসে ঢাবি ছাত্র নাফিসের মরদেহ, জানাজায় শিক্ষার্থীদের ঢল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

নিজ ক্যাম্পাসে ঢাবি ছাত্র নাফিসের মরদেহ, জানাজায় শিক্ষার্থীদের ঢল
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাবিতে নাফিসের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিস খন্দকারের মরদেহ শেষবারের মতো নিজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানাজার জন্য তার মরদেহ নিয়ে আসা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন


নাফিস ঢাবির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশন ও অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

নাফিসের জানাজায় তার বাবা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হাজার সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, নাফিসকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবন মনে রাখবে। সে আমাদের মধ্যে সবসময় বেঁচে থাকবে। যেকোনো প্রয়োজনে আমরা তার পরিবারের পাশে সবসময় আছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক (আমিন)।

জানাজা শেষে নাফিসের বাবার সাথে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ কথা বলেন ও তাঁকে সান্ত্বনা দেন।  এছাড়া, ছাত্রদলের আবিদ-হামিমরাও জানাজা শেষ নাফিসের বাবার সাথে কথা বলেন।


বিজ্ঞাপন


আইএসএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর