ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান সাংবাদিক তরিকুল শিবলী। এ মর্মান্তিক ঘটনার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতারা এই সাংবাদিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা
এ সময় তারা শোকাহত পরিবারটিকে সমবেদনা জানান এবং কিছু আর্থিক সহযোগিতা করেন।
পরে এ বিষয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ডাকসুর জিএস ও ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ হোসেন।
বিজ্ঞাপন
তিনি লেখেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দু’সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।
চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে - ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং বাবাকে তিনি একটা সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজ-খবর রাখবো, আদর করবো।’
আমরা এ পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সব প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।
এআইএম/ এমইউ

