শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য ‘সুখবর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

Exam
ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল নিয়ে অভিযোগের শেষ নেই। অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা দীর্ঘ হওয়ায় এটা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তবে এবার সেই বিক্ষুব্ধদের জন্য কিছুটা সুখবর মিলল। কারণ, ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে অনেকের কপাল খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের একটি সূত্র জানিয়েছে, ১৮তম নিবন্ধনের এক দিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এই বিষয়টি সমাধানের জন্য কাজ করছে এবং কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। ত্রুটি সংশোধন করে ফলাফল আবারও প্রকাশ করা হতে পারে।


বিজ্ঞাপন


নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, ‘১৮তম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয়। তবে এক দিনের ভাইভায় কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি। আসলেই যদি ত্রুটি হয়ে থাকে, তাহলে বিষয়টি সমাধান করা হবে। কেউ বঞ্চিত হবেন না। ওই প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে।’

আরও পড়ুন

ভাইভা বিতর্কে শিক্ষক নিবন্ধন পরীক্ষা

শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি আসবে না!

তবে সামগ্রিক ফলাফল পরিবর্তনের সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেছেন। তার মতে, যারা ফেল করেছেন, তাদের সবাই যোগ্য নন এবং অনেকের ন্যূনতম মৌলিক জ্ঞান ছিল না। সবাইকে পাস করানো বা সনদ দেওয়ার সুযোগ নেই। ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কি না, কেবল সেটিই যাচাই করা হচ্ছে এবং অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে।

গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬০ হাজার ৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। এই ফলাফলে ২০ হাজারেরও বেশি প্রার্থী মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। পত্রপত্রিকায়ও এটা নিয়ে লেখালেখি হয়। অনুত্তীর্ণরা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন


এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর