শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (১৬ জুন) ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আর আলাদা করে কোনো গণবিজ্ঞপ্তি আসবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে ‘শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি’ থেকেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ, নিবন্ধন আর নিয়োগ—দুই ধাপ মিলিয়ে একটি মাত্র বিজ্ঞপ্তিতে পুরো কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় যেসব নির্দেশনা মানা বাধ্যতামূলক
এনটিআরসিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি বাস্তবায়নের জন্য নতুন একটি বিধিমালা প্রণয়নের কাজ চলছে। ওই বিধিমালা কার্যকর হলে নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের জন্য আলাদা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন হবে না।
তিনি বলেন, নতুন প্রক্রিয়ায় যারা চূড়ান্তভাবে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হবেন, তারা সরাসরি নিয়োগের আওতায় আসবেন। এতে সময়, খরচ এবং জটিলতা—সবই কমে আসবে।
এ বিষয়ে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, আমরা এমন একটি কাঠামো তৈরি করছি, যেখানে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়েই নিয়োগ সম্পন্ন করা যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্ক বাধ্যতামূলক
তবে কবে থেকে নতুন এই পদ্ধতি চালু হবে—সে বিষয়ে তিনি জানান, প্রস্তাবনাটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে তা যাবে আইন মন্ত্রণালয়ে। আইনি যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে একটি পরিপত্র জারি করা হবে। তখন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
এএসএল/এইউ

