মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

মার্চে জবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) ভর্তির ফলাফল মার্চ মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।


বিজ্ঞাপন


উপাচার্য রেজাউল করিম বলেন, 'আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি মার্চের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে। পাশাপাশি ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করারও পরিকল্পনা রয়েছে। দ্রুত ফলাফল প্রকাশ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে।'

JnU_admission_1

এবছর এ-ইউনিটে ৪৪২২৩ জন, বি-ইউনিটে ৪২৯৭৪ জন, সি-ইউনিটে ২০১১২ জন, ডি-ইউনিটে ২৪৯৫৬ জন, ই-ইউনিটে ১৩৭৫ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য আবেদন করেন।

এ-ইউনিটে ৮৬০, বি-ইউনিটে ৭৮৫, সি-ইউনিটে ৫২০, ডি-ইউনিটে ৫৯০ এবং ই-ইউনিটে ৬০টি সহ মোট ২৮১৫টি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।


বিজ্ঞাপন


এর আগে গত ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ), ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ২৮ ফেব্রুয়ারি সি- ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর