শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্রয়লার ও ডিমে কিছুটা স্বস্তি, অস্বস্তি বাড়ছে সবজিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

ব্রয়লার ও ডিমে কিছুটা স্বস্তি, অস্বস্তি বাড়ছে সবজিতে
ফাইল ছবি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হস্তক্ষেপে উৎপাদনকারী চার প্রতিষ্ঠান দাম কমানোর ঘোষণা দেওয়ার পর ব্রয়লার মুরগির বাজারে প্রভাব পড়েছে। খুচরা বাজারে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমেছে ব্রয়লারের দাম। এতে ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবজির বাজারে বেড়েই চলছে অস্বস্তি।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। রোজার শুরুতেই সেই ব্রয়লারের দাম ছিল ২৬০ থেকে ২৭০ টাকা।


বিজ্ঞাপন


একই সঙ্গে কমেছে ডিমের দাম। ১৪৫ টাকা থেকে নেমে ১৩০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ডিম।

আরও পড়ুন: অর্থনৈতিক চাপে ৯০ শতাংশ পরিবারে খাদ্যাভাসে পরিবর্তন

এদিকে রোজার আগে রাজধানীর বাজারে সবজির দামের ঊর্ধ্বমুখী অবস্থান এখনো রয়ে গেছে। বাজারে ৬০ টাকার কমে সবজি পাওয়া কঠিন। শুধু পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

রমজানে বাড়তি চাহিদা আছে, এমন সরজির দাম আগের জায়গাতেই রয়ে গেছে। বাজারে লম্বা ও গোল বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা।


বিজ্ঞাপন


RRR

শসা প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকা, টমেটো ৪০ থেকে ৬০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

এছাড়া শিম ৬০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। চাল কুমড়া পিস ৫০ থেকে ৬০ টাকা।

আরও পড়ুন: ব্যবসায়ীদের লাভ-লালসায় অসহায় ভোক্তা!

অন্যান্য সবজির মধ্যে চিচিঙ্গা, পটল, বরবটি, দুন্দল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজি ৮০ থেকে ৯০ টাকা। গাজর ৬০ টাকা।

সবচেয়ে চড়া দামে বিক্রি হওয়া সবজির মধ্যে রয়েছে কাঁকরোল। বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর