ফুডি বাংলাদেশের পেমেন্ট পার্টনার হিসেবে যাত্রা শুরু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সোমবার (২৪ মার্চ) ইফতারের সময় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে ফুডি ‘ইফতার ও সাহরি ফেস্ট’ এ ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার এই প্রক্রিয়ার উদ্বোধন করেন। এসময় ইস্টার্ন ব্যাংক ও ফুডির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন থেকে ইস্টার্ন ব্যাংকের কার্ড, অনলাইন বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফুডির বিল পরিশোধ করা যাবে। এছাড়াও থাকবে নানা ধরনের সুযোগ সুবিধা।
বিজ্ঞাপন
এদিকে গত ২০ মার্চ থেকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলছে ফুডি ‘ইফতার ও সাহরি ফেস্ট’। এই আয়োজনে আজ পঞ্চম দিনের মতো চলছে ইফতার ও সাহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত।
মেলায় অংশ নিয়েছে দেশের ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সাহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।
পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে একশ’ মানুষ বসে খেতে পারবে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সাহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনামূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
বিজ্ঞাপন
ফুডির ইফতার ও সাহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ছাড়াও রয়েছে হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী।
টিএই/এফএ