রাজধানীর পুরান ঢাকার খাবারের খ্যাতি বিশ্বজুড়ে। আর সেই বিখ্যাত সব খাবার মিলছে এক ছাদের নিচে, রাজধানীর বনানীতে। শুধু তাই নয়, ভোজন রসিকদের জন্য বিভিন্ন সব বিখ্যাত খাবার নিয়ে ‘ফুডি বাংলাদেশ’ আয়োজন করেছে ‘ইফতার ও সাহরি ফেস্ট’।
রাজধানীর বনানীর আতাতুর্ক পার্কে ২০ মার্চ থেকে ১০ দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে দেশের ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট।
বিজ্ঞাপন
সারাদিন রোজা শেষে ফুডির ইফতার আয়োজনে প্রাণ জুড়াতে মিলবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি ও ফালুদা। কারও হয়ত তেষ্টা পাবে ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে নানান রুচির মানুষ নিজেদের পছন্দের সব খাবার পাবেন ফুডির এই আয়োজনে।
উৎসবের পঞ্চম দিনে সোমবার (২৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, মজার মজার সব খাবারের পসরা সেজেছে। এই আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড স্যুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সাহরি করার সুযোগ মিলছে ভোজন রসিকদের।
আয়োজকরা জানিয়েছেন, পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে। পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবেন।
বিজ্ঞাপন
এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনামূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সাহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী।
ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর।
টিএই/ইএ