সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বুধবার (৩১ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাকদা গ্রামের মাহমুদ কলি মোটরসাইকেল নিয়ে কলারোয়া সদরে আসছিলেন। পথিমধ‍্যে শাকদা এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। 

অপরদিকে, একই সড়কের কাজীরহাট এলাকায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের ব‍্যবসায়ী তয়াপ কারিগর যশোরের বাঁগআচড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এর ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর