দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২৪ বোতল বিদেশি মদ (অফিসার চয়েস) জব্দ করেছে হিলি কাস্টমস।
সোমবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘণ্টাব্যাপি অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয়।
বিজ্ঞাপন
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যের তথ্যের ভিত্তিতে ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ভারতীয় ট্রাকে ঘণ্টাব্যাপি অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটির কেবিনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি মদের ২৩টি ক্যান উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার (৩০ মে) কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিবি