রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া, ১১ জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২৩, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে অনলাইন ও অফলাইনে জুয়া খেলা অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) রাতে উপজেলার চরচিংগুলি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


এসময়ে নগদ ৫ হাজার ৬৫০ টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জুয়াড়িরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চরচিংগুলি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ (৩১), আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু (২৫), বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ (২০), নজির শেখের ছেলে জনি শেখ (২০), রফিক পাইকের ছেলে ফজর পাইক (২৬), সামসু শেখের ছেলে আমিনুল শেখ (২৪), কবির শেখের ছেলে, ইমরান শেখ লাবু (২১), রশিদ শেখের ছেলে মারুফ শেখ (৩৮), ওহাব শেখের ছেলে রিপন শেখ (২৫),  একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ (২৫)।

বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল বলেন, আমাদের কাছে খবর আসে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চরচিংগুলি বাজারে একদল যুবক নিয়মিত অনলাইন ও অফলাইনে জুয়া খেলছে।


বিজ্ঞাপন


এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিংগুলি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়।

এসময়ে নগদ ৫ হাজার ৬৫০টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর রোববার (২১ মে) দুপুরে এসব জুয়াড়িদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর