বুধবার (১০ মে) বিকেল পৌনে ৪টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলায় চরচৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চর চৌগাছার সাইক আলীর ছেলে শাহাদাত হোসেন এবং একই এলাকার মিজান ও রাজবাড়ি জেলার দেলুয়া গ্রামের আসমত আলীর ছেলে মোহাম্মাদ আলী।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানান, নিহতরা সবাই কৃষক। তারা মাঠে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। এসময় বজ্রপাত হলে তারা মারাত্মক আহত হন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/ এজে