পিরোজপুরের কাউখালীতে মাইনুল ইসলাম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কুল-নৈকাঠী সড়কের স্টিল ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। নিহত মাইনুল উপজেলার সদর ইউনিয়নের আনোয়ার হোসেনের পুত্র।
বিজ্ঞাপন
নিহতের চাচাতো ভাই মানদুদ হাওলাদার বলেন, মাইনুল হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। তিনি একটি মামলার হাজিরা দিতে গত শনিবার (৬ মে) বাড়িতে আসেন।
রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তিনি জয়কুল স্টিল ব্রিজের মাঝখানে পৌঁছালে কাউখালী থেকে আসা নৈকাঠীগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকারিয়া হোসেন জাকির বলেন, নিহতের পরিবারসহ স্থানীয়দের ধারণা ওই তরুণা কোনো ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। তবে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস