রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় ২ ব্যক্তিকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পূর্ব শত্রুতার জের ধরে নগরীর শেরে এ বাংলা রোডে ২ ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন ওই দু’ব্যক্তি। চিকিৎসার জন্য স্থানীয়রা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত দু’ব্যক্তি হলেন, হাজীবাড়ি এলাকার জনৈক মো: শেখ আফতাব উদ্দিনের ছেলে মো: আবু ও বড় বয়রা এলাকার জনৈক ইসহাক মিয়ার ছেলে মো: মাহাতাব হোসেন।


বিজ্ঞাপন


এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আহত দু’ব্যক্তি জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে দুর্বৃত্তদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আবু ও তার ফুফাতো ভাই মাহাতাবের মাথায়, পিঠে ও মুখে আঘাত করে। পরবর্তীতে এলাকাবাসি এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা থানার এস আই মো. টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর