খুলনার শিরোমনি এলাকায় শেখ আনসার আলি নামে এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে।
শেখ আনসার বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন খান গণমাধ্যমকে বলেন, জুমার নামাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় লিন্ডা ক্লিনিকের সামন পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তার শরীরে বেশ কয়েক রাউন্ড গুলি লাগে।
তিনি আরও বলেন, কয়েক রাউন্ড গুলি লাগায় তিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এইউ