সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সন্তানের মুখে আর খাবার তুলে দেওয়া হলো না মায়ের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

loading/img

৪ মাসের সন্তানের জন্য সুজি রান্না করতে গিয়ে চুলার আগুনে ঝলসে নেপুর বেগম (২৪) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নোয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত নেপুর বেগম ওই গ্রামের জায়েদ মিয়ার স্ত্রী। তাদের ৪ মাস বয়সের সন্তানের নাম শাফি।

পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশু শাফির খাবার তৈরি করতে রান্নাঘরে যান মা নেপুর বেগম। কিছুক্ষণ পর দেখা যায়, চুলার আগুনে ঝলসে মাটিতে পড়ে আছেন ওই গৃহবধূ। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় তার।

গৃহবধূর শাশুড়ি আছারুন বেগম বলেন, আমার ছেলের বউয়ের উচ্চ রক্তচাপ ছিল। এমতাবস্থায় সে শিশুর খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। আমি ঘরের বাইরে ছিলাম। এসে দেখি সে চুলার ওপর উপুর হয়ে পড়ে আছে। তখন আমি চিৎকার দিলে আমার ছেলে জায়েদ ও আশপাশের লোকজন এসে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর