রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ফটো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আবদুর রহিমকে (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর বিকেলে ওই তরুণকে গ্রেফতার করা হয়।  


বিজ্ঞাপন


বিষয়টি তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি মোস্তাফিজার রহমান জানান, ছাত্রীর নানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকেলে ছাত্রীর মা তাকে দেখতে যান। বাড়িতে ওই ছাত্রী একা ছিলেন। রাতে তার মা আর বাড়ি ফিরেননি। এই সুযোগে রাতে আসামি বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রহিমকে আটক করে। পরে পুলিশের দেয়।  

ওসি মোস্তাফিজার রহমান বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আবদুর রহিমকে (২০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন