জয়পুরহাটে মোটরসাইকেল ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আলিফ(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট থানার ওসি সরোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আলিফ শহরের শান্তিনগর এলাকার আলামিনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট নতুনহাট থেকে শ্যালোচালিত ভটভটিতে করে গরু নিয়ে যাচ্ছিল। পথে আলিফ নামের ওই যুবক মোটরসাইকেলে বাড়িতে যাওয়া সময় সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় ওই ভটভটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জয়পুরহাট থানা পুলিশের পরির্দশক (তদন্ত) গোলাম সারোয়ার হোসেন ঢাকা মেইলকে বলেন, ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই আলিফ হোসেন মারা গেছেন। মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভটভটিটি জব্দ করেছে পুলিশ। তবে ভটভটির চালক পালিয়ে গেছে।
প্রতিনিধি/ এজে