খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর হয়েছে। এ সময় ওই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান হামলাসহ অন্তত ৫ নেতা-কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগকে দায়ী করে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনামের বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিমকে হত্যা এবং শতশত গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ পালন করে। কর্মসূচি শেষে নেতাকমীরা বাড়ি-ঘরে চলে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদের দোকানে হামলা ও তাকে মারধর করে আহত করে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ২০টি মোটরসাইকেলে লাঠি-সোঠা নিয়ে পুরো মানিকছড়ি মহড়া দিচ্ছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম বলেন, শুনেছি ভাঙচুর করেছে। কারা কারা করেছে আমরা জানি না এখনও। আমরা তদন্ত করছি। তদন্ত করে বলতে পারব। তবে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ করেনি কেউ।
প্রতিনিধি/এইচই