রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

কুড়িয়ে পাওয়া সেই ৫ লাখ টাকা দরিদ্রদের দিতে চান সৌরভ

মো. জাহিদ হাসান মিলু
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ০৮:০৩ এএম

শেয়ার করুন:

‘টাকা কুড়িয়ে পেলে কেউ সাধারণত ফিরিয়ে দিতে চান না বলে প্রচলিত’ ধারণার বিপরীতে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও জেলা শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন সৌরভ। 

গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন সৌরভ। সেই টাকার মালিককে অনেক খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে মাইকিং করেন তিনি। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। বিভিন্ন মহলের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। 

>> আরও পড়ুন: কিডনি আমি দেব, আমার সন্তানকে বাঁচাতে আপনারা শুধু খরচটা দেন


বিজ্ঞাপন


এ নিয়ে সোমবার (২২ আগস্ট) বিকেলে সৌরভের সঙ্গে কথা হয় ঢাকা মেইলের। জানান, মাইকিং করার পরেও টাকার প্রকৃত মালিককে এখনো খুঁজে পাননি তিনি। তাই তার আত্মীয়-স্বজন এবং  ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী এক মাসের মধ্যে এই টাকার প্রকৃত মালিক খুঁজে না পেলে দরিদ্রদের মাঝে তিনি সম্পূর্ণ টাকা বিলিয়ে দিবেন। 

ঢাকা মেইলের এ প্রতিবেদককে সৌরভ বলেন, গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যাগ হতে পারে ভেবে ব্যাগটি তুলে নিয়ে আসি। খুলে দেখি, সেখানে প্রায় ৫ লক্ষ টাকা। পরে টাকার সন্ধানে কেউ খুঁজতে আসবে বা মাইকিং করতে পারে ভেবে অপেক্ষায় ছিলাম ফেরক দেওয়ার জন্য। কিন্তু ব্যগ পাওয়ার ২৪ ঘণ্টো পার হলেও পাওয়া যায়নি সেই টাকার মালিকের সন্ধান। তাই আমি নিজেই মাইকিং করার সিদ্ধান্ত নিই। 

মাইকিংয়ের ধারণা কোথা থেকে এল,— জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমি একজন মুসলিম পরিবারের ছেলে। ধর্মীয় এবং পারিবারিক শিক্ষাই আমাকে এমন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। তাই আমি  টাকাটি ফেরত দেওয়ার উদ্দেশ্যেই মাইকিং বের করি। বর্তমানে অনেকের কাছে এটি আহামরি বিষয় ও মহৎ কাজ বলে মনে হলেও আমার কাছে এসব সাধারণ বিষয়। কারণ আমার পরিবার আমাকে এমনই শিক্ষা দিয়েছে।’ 

>> আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের সন্ধানে মাইকিং

তিনি বলেন, ‘মাইকিং করার পরে বেশ কয়েকজন টাকাটি দাবি করেছিলেন। কিন্তু তারা কোনো সঠিক তথ্য ও প্রমাণ দিতে পারেননি, এমনকি তাদেরকে আমি সরাসরি আসতে বললেও তারা কেউ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। এ কারণে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, আগামী এক মাসের মধ্যে এই টাকার প্রকৃত মালিককে খুঁজে পাওয়া না গেলে টাকাটি আমি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেব।’


বিজ্ঞাপন


মাইকিং বের হবার পর সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকেও তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। বিভিন্নজনে সাধুবাদ জানিয়ে তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। কমেন্টের ঘরে অনেকেই বিষয়টির প্রশংসা করছেন।

মাইকিং শুনে পুরাতন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মো. আব্দুর রহিম বলেন, ‘এখনও মানুষ আছে, যে টাকার প্রতি লোভ নেই। তারই উদাহরণ এই সৌরভ। এছাড়া এটি আমাদের ঠাকুরগাঁওয়ের জন্য গৌরবেরও বিষয় যে, ঠাকুরগাঁওয়ে ভালো মানুষ আছে বলেই এত টাকা কুড়িয়ে পেয়েও প্রকৃত টাকার মালিকের সন্ধানে মাইকিং করেছেন।’

>> আরও পড়ুন: ভ্যান চালিয়ে ছেলেদেরকে চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন মকিম উদ্দীন

শহরের গোবিন্দ নগরের বাসিন্দা মইনুদ্দিন তালুকদার হিমেল বলেন, ‘সৌরভ যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন, এটি তার যথাযথ সিদ্ধান্ত বলে মনে করি আমি। কারণ তিনি প্রকৃত মালিকের জন্য আরও এক মাস অপেক্ষা করবেন। তারপরেও মালিককে খুঁজে না পেলে তিনি সেই টাকা দরিদ্রদের মাঝে বিলি করে দিবেন, এটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।’ 

ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরের দোকানদার মো. শামসুল আলম বকুল বলেন, ‘সে যদি টাকাটি জেলা প্রশাসনের মাধ্যমে দরিদ্রদের মাঝে বিতরণ করে, তাহলে এই উদ্যোগটি যথার্থ ও খুব ভালো বলে মনে করি আমি। কিন্তু টাকাটি একাই বিতরণ করা তার উচিত হবে না।’ 

শহরের মুন্সিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘টাকার প্রকৃত মালিক কে খুঁজে না পেলে দরিদ্রদের মাঝে টাকাটি বিতরণ করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তিনি সেটি আসলেই খুব ভালো একটি একটি সিদ্ধান্ত। এর থেকে আরও ভালো হয় কোন হতদরিদ্র বেকার মানুষকে সেই টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া।’ 

এদিকে টাকা কুড়িয়ে পেয়েও টাকার প্রকৃত মালিকের খোঁজে উদগ্রীব সৌরভের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমান। তিনি সৌরভকে উদ্দেশ্য করে বলেন, টাকাটি যা-ই করেন না কেন, সেটি আপনার নিজের তত্ত্বাবধানে করবেন।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর