শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রাইভেটকারে গাঁজা এলো কুমিল্লা থেকে রাজশাহী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

প্রাইভেটকারে গাঁজা এলো কুমিল্লা থেকে রাজশাহী

রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি প্রাইভেটকারে করে কুমিল্লা থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসছিল।

গ্রেফতারকালে ওই গাড়ি থেকে ৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।


বিজ্ঞাপন


শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

>> আরও পড়ুন: গাড়ি বন্ধ করি কি চুরি কইরগুম?’

এর আগে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম সামসুল হক (২৯)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা এলাকার মৃত আ. রবের ছেলে।

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালায়।

>> আরও পড়ুন: ধামইরহাটে ‘নৈশপ্রহরীদের বেঁধে’ এক রাতে ২০ দোকান লুট


বিজ্ঞাপন


এসময় সন্দেহভাজন সামসুল হককে প্রাইভেট কারসহ আটক করা হয়। তার তথ্যমতে ওই প্রাইভেট কারের ব্যাক ডালা থেকে একটি কফি রংয়ের ট্রাভেল ব্যাগের মধ্যে কস টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, পলাতক অপর মাদক কারবারি মেহেদী হাসান আরিফের সহায়তায় কুমিল্লা থেকে প্রাইভেট কারে করে গাঁজাগুলো রাজশাহী নিয়ে আসছিল।

এ ঘটনায় পলাতক মেহেদী হাসান আরিফকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা। 

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর