বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রধান অতিথি না করায় বঙ্গবন্ধু টুর্নামেন্ট বন্ধ করলেন চেয়ারম্যান!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

প্রধান অতিথি না করায় বঙ্গবন্ধু টুর্নামেন্ট বন্ধ করলেন চেয়ারম্যান!

লালমনিরহাটের হাতীবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি না করায় খেলা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুধু তাই নয় এ সময় তিনি উপস্থিত অতিথি ও শিক্ষকদের ‘অকথ্য ভাষায় গালিগালাজ’ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালীন এ ঘটনা ঘটে।

>> আরও পড়ুন: পাহাড়ের আখ ক্ষেতে জনপ্রিয় হচ্ছে সাথীফসল


বিজ্ঞাপন


জানা গেছে, গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের টংভাঙ্গা ইউনিয়নের ফাইনাল খেলার আয়োজন করা হয় আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে। দুপুরের মধ্যে বালিকাদের খেলা শেষ হয়। এরপর বিকেলে বালকদের খেলা শুরু হয়। খেলা চলাকালীন মাঠে উপস্থিত হন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন। তিনি প্রবেশ করেই দেখেন যে, ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম নেই। শুধু সভাপতি হিসেবে লেখা রয়েছে। তা দেখেই তিনি সেখানে উপস্থিত সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় খেলাও বন্ধ করে দেন তিনি। পরে খেলাটি অসম্পূর্ণ রেখে সেখান থেকে সবাই চলে যান। 

এ বিষয়ে বারো দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী ইসলাম বুলবুল বলেন, খেলা চলাকালীন হঠাৎ সেলিম চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় উপস্থিত সকলকে গালিগালাজ করেন ও খেলা বন্ধ করে দেন। ওনাকে প্রধান অতিথি না করায় তিনি রেগে গিয়ে এমন কাজ করেন।

>> আরও পড়ুন:  চা বিক্রি করে সংসার চলে আ.লীগ নেতার

২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী বলেন, একটি খেলা শেষ হয়েছে। অপর খেলাটি শেষ না করেই স্থগিত করা হয়েছে। তবে সেটি কেন করা হয়েছে তা জানা নেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক অপর কয়েকজন শিক্ষক বলেন, বালকদের খেলা চলাকালীন ওই চেয়ারম্যান মাঠে প্রবেশ করেই সবাইকে গালিগালাজ শুরু করেন। এরপর খেলা বন্ধ করে দেন। খেলাটি অসম্পূর্ণ অবস্থায় স্থগিত করা হয়


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়৷

>> আরও পড়ুন: ১১৪ বছরের ঐতিহ্য : নওগাঁর এই মুসাফিরখানায় আজও থাকা-খাওয়া ফ্রি

হাতীবান্ধা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন মাঠে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, যে আমাকে প্রধান অতিথি না করে সভাপতি করা হয়েছে কেন? এ কথা বলেই খেলা বন্ধ করে দেন৷ তাই খেলাটি অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’  

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি রাতে। আর ঘটনাটি ঘটেছে বিকেলে। তাৎক্ষণিক জানালে ব্যবস্থা নিতাম। ইউনিয়ন পর্যায়ের খেলায় সভাপতি হতে পারেন ইউপি চেয়ারম্যান। প্রধান অতিথির জন্য এটা উনি কখনো করতে পারেন না। যে খেলাটি স্থগিত করা হয়েছে তা পরে সিদ্ধান্ত মোতাবেক আবারও হবে।’

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলে সারাদেশের বিশেষ প্রতিবেদন পড়তে ক্লিক করুন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর