চুয়াডাঙ্গার জীবননগরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জানাজায় জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি মারুফ সারোয়ার বাবু, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, সিআইপি সাহিদুজ্জামান টরিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
_20260114_144108373.jpg)
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জানাজা পড়ান মাওলানা রুহুল আমীন। এতে সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ডাবলুর মা ও ভাই লন্ডন থেকে বুধবার রাতে দেশে ফিরবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জীবননগর পৌর কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
এদিকে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে জীবননগরে যৌথবাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বজন ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রায় ১৪ ঘণ্টা ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রতিনিধি/টিবি

