সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, কলেজছাত্র নিহত
নিহত কলেজছাত্র ইয়াসিন আহমেদ সিয়াম।

নেত্রকোনায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ইয়াসিন আহমেদ সিয়াম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

 রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সিয়াম জেলার বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। সিয়াম নেত্রকোনা আবু আব্বাছ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রেলওয়ে পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নেত্রকোনায় কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সিয়াম। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে চড়ে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করে। প্রচণ্ড ভিড়ের মধ্যে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল সিয়াম। নয়টার দিকে ট্রেনটি জেলা শহরের রাজুরবাজার এলাকায় পৌঁছালে মানুষের চাপে দরজা দিয়ে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নেত্রকোনা বড় স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাসির উদ্দীন জানায়, আন্তঃনগর 'হাওর এক্সপ্রেস ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে যাত্রা করছিল সিয়াম। জেলা শহরের রাজুরবাজার পৌঁছালে ট্রেন থেকে নিচে পড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর