মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দ্রুতগতির মোটরসাইকেলের মো. ফজল শেখ (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
![]()
নিহত মো. ফজল শেখ উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পরবর্তীতে নিহতের মরদেহটি টঙ্গীবাড়ি থানার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।
![]()
এদিকে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

