শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় দুই দিনব্যাপী ওরস শুরু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় দুই দিনব্যাপী ওরস শুরু

কুমিল্লায় দুই দিনব্যাপী ওরস শরিফ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে।

হজরত খাজা মঈন উদ্দীন চিশতী (র.) ওরস মোবারকের কর্মকাণ্ড শুক্রবার (২৬ ডিসেম্বর) দিন থেকে শুরু করে সারা রাতব্যাপী কুমিল্লার আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটিতে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রোববার দিন থেকে শুরু হয়ে সারা রাতব্যাপী কুমিল্লার তাপসকুল রবি গাউসে জামান হজরত শাহ্ সুফি শায়খুল কোররাহ্ মাওলানা আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.)-এর ৭০তম ওরস মোবারক আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

রংপুর চিড়িয়াখানায় বাঘের দুই ছানা রাজা-রানী দেখতে দর্শনার্থীর ভিড়

ওরস কর্মসূচির মধ্যে রয়েছে- কোরআন তেলাওয়াত ও হযরতের মাজার জিয়ারত, খতমে ক্বাদেরী, হজরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) এর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, হামদ-নাত ও গাউসিয়া পরিবেশন করা হবে।

সালাতুস সালাম এবং সোমবার বাদ ফজর আখেরি মোনাজাত পরিচালনা করবেন আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর