আগামী ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ফেনীতে ৯ম আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মেলনটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে সকাল থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে।
সোমবার (১৫ ডিসেম্বর) ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজক সংস্থার ফেনী জেলা সভাপতি মাওলানা মো. আবদুল ফাত্তাহ।
বিজ্ঞাপন
তিনি জানান, আন্তর্জাতিক এই কিরাত সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তানজানিয়া ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ পবিত্র কুরআন তেলাওয়াত করবেন। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতির কাজ চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আবু জাফর, দপ্তর সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রশীদ আহমেদ মজুমদার, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ তথ্য ও মিডিয়া সম্পাদক জুবায়ের আল মুজাহিদ ও কামরুল হাসান নীরব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক কাজি মো. ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এসএস

