সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে রেললাইনের (ডাউন লেনের) পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বিকেল ৩টা পর্যন্ত রেলওয়ে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সিলেটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে চট্টগ্রামমুখী ডাউন লেনের পাশে জঙ্গলে একটি ৩০ বছর বয়সি অজ্ঞাত যুবকের মরদেহ পড়েছিল। পরনে জিন্স প্যান্ট ও গায়ে ফুল হাতার একটি টি-শার্ট রয়েছে। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, সোমবার সকালে খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় চট্টগ্রামমুখী রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ৩০ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গের প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবঘুরে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর