সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ এএম

শেয়ার করুন:

সিলেটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিপন আহমদ।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শিপন ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকার রাইগধারা গ্রামের আশরাফ আলীর ছেলে। তবে শিপনের অটোরিকশাটির সন্ধান এখনো পাওয়া যায়নি। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। 

ওসমানীনগর থানার ওসি মোরশেদুল হাসান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর